বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় কিসমত ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল ১০ টায় শিক্ষার্থীদের মাঝে পড়ার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পড়ার প্রতিযোগিতা পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা সাবলীলভাবে পড়তে পারবে।পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। উক্ত প্রতিযোগিতায় ৫ম শ্রেণীর শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করে দ্রিমিত ইজারাদার, ২য় স্থান দীঘি মন্ডল এবং ৩য় স্থান উদিত মল্লিক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর বি,এম,আসিক - বিন - আজাদ।
সহকারী ইন্সট্রাক্টর এর নিজস্ব অর্থায়নে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র বৈরাগী,সহকারী শিক্ষক সুচিত্রা মন্ডল, কৃপা রানী মন্ডল, মনিকা রানী,বিভাস চন্দ্র জোতদার ও পপি বৈরাগী প্রমূখ ।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১