বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি: বটিয়াঘাটার উপজেলার সুরখালী ইউনিয়নের সুকদাড়া গ্রামে বুধবার (২১ ডিসেম্বর ) সকালে মহানন্দ মন্ডল (৬৫) তার নিজ বাড়ীর বারান্দায় মৃত অবস্থায় পাওয়া যায়।
থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সে তার নিজ কর্মশেষে রাতে খাওয়ার পর বাড়িতে ঘুমিয়ে থাকে। সকালে তার কলায় গামছা জড়ানো অবস্থায় দেখে তার স্ত্রী আর্তনাদ করে। পরে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তার খবরটি বটিয়াঘাটা থানায় জানায়।
পরে থানা পুলিশ তাকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বটিয়াঘাটা থানার ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান বলেন, মৃত ব্যক্তির শরীর, পিঠে তিন যায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পোষ্ট মর্ডাম রিপোর্ট ছাড়া হত্যার কারন যানা সম্ভব না। ঘটনাস্থলে পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সি- সার্কেল মোঃ হাফিজুর রহমান। থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১