ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা প্রতিনিধি-ঃ বটিয়াঘাটার বিভিন্ন স্থানে রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাসস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে । বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত আলোর কোলে দূবলারর চরে অনুষ্ঠিত রাসস্নানে যেতে না পারা ভক্তদের মনের সকল বাসনা পূরণ করতে জলমা- কচুবনিয়া মহা শশ্মানে রাস পূর্ণিমা উদযাপন কমিটি ও এলাকাবাসীর আয়োজনে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের মধ্য গতকাল মঙ্গলবার সকালে কাজীবাছা নদীতে রাসস্নান অনুষ্ঠিত হয় ।
উদযাপন কমিটির সভাপতি মনোজ মিস্ত্রীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোষাধ্যক্ষ মিলন রায় চৌধুরী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আ'লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শ্রীমন্ত অধিকারী রাহুল ।
সকল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আওয়ামীলীগ নেতা রাজ কুমার রায়, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি বিধান রায়,আ'লীগ নেতা নারায়ন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক, মতুয়া মহাসঙ্ঘের উপজেলা সাধারণ সম্পাদক তন্ময় রায়, জলমা ইউনিয়ন মতুয়া মহাসঙ্ঘের সভাপতি তুলসী দাস মালাকার, জলমাশ্বরী কালি মন্দিরের সভাপতি কার্তিক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হরিদাস রায়, ইউপি সদস্য মোঃ রেজাউল সরদার রেজা, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস, অরবিন্দু মহলদার, রনজিৎ কুমার মল্লিক, দেবাশীষ হালদার,জলমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবীর মল্লিক,সুরঞ্জন সুতার,বিপ্লব মল্লিক, বিধান হালদার, প্রদীপ টিকাদার,মিন্টু হালদার, নিতাই রায়,প্রশান্ত কুমার রায় প্রমূখ ।
এছাড়া উপজেলার বাজার সদরের নাট মন্দির,হাটবাটী, ফুলতলা নরনারায়ন মঠ,চর হালিয়া,উত্তর শৈলমারী,, ছয়ঘরিয়া,বরোআড়িয়া সহ বিভিন্ন স্থানে রাসস্নান অনুষ্ঠিত হয় ।