ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আশরাফুল আলম খাঁনকে পুনরায় সভাপতি ও দিলীপ হালদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বটিয়াঘাটা উপজেলা শাখা, খুলনা'র নেতৃবৃন্দ ।
প্রদত্ত বিবৃতিদাতারা হলেন, উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সহ-সভাপতি যথাক্রমে রাজু হালদার, গোপীনাথ গোলদার,অংশুমান রায়, নিপুণ বালা,বাপ্পা মল্লিক,স্বপন রায়, সাধারণ সম্পাদক বিউটি পাল, সহ-সাধারণ লিটন বিশ্বাস,যুগ্ম-সাধারণ সম্পাদক অরূপ জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক ফাল্গুনী গোলদার,সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার টিকাদার,সহ-সাংস্কৃতিক সম্পাদক সুদীপ্ত মল্লিক, সঞ্জীবন মিস্ত্রী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনীল মালী, প্রচার সম্পাদক সুজল বালা, সহ -প্রচার সম্পাদক প্রতাপ মল্লিক, মহিলা বিষয়ক সম্পাদক শেখ ওয়াসিয়া রহমান,বন্ধনা রায়, মীর হালদার,তোপা টিকাদার, মীনা মহলদার, বিউটি বিশ্বাস, গীতা গোলদার, মিতালী মন্ডল, সুইটি,প্রিংকা মিস্ত্রী প্রমূখ ।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১