ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা'র বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের হাটবাটি গ্রামের উত্তর-পূর্ব অংশে বিস্তির্ণ তিন ফসলি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট করে গেটের সেচের পানি উঠার পথ বন্ধ এবং বরুই তলা খাল বন্ধ করে প্রায় ৮শ একর ফসলি জমির ফসল উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১২ টায় স্হানীয় এলাকাবাসী উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ।
কর্মসূচিতে বক্তৃারা জানান,এলাকার সাধারণ কৃষক স্হানীয় খাল ও স্লুইচ গেটের পানির উপর হাজার হাজার দরিদ্র কৃষক নির্ভরশীল। বেশ কিছুদিন ধরে আমিন প্রপার্টিস্, রয়েল প্রপার্টিস্ এর সাইনবোর্ড ব্যবহারক করে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারের ১৯৫০ সালের প্রজাসত্ত্ব আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৩ ফসলি জমিতে বালু ভরাট করে প্লটিং ব্যবসা চালিয়ে যাচ্ছে।এতে করে বর্তমান আমন মৌসুমের কৃষি কাজে সেচ কার্য্যের অসুবিধার জন্য ধানের বীজতলা তৈরি করে ধানের চারা সৃষ্টি করতে পারছে না।স্হানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিবাদ করলে তারা কোন প্রকার কর্নপাত করছে না। বর্তমানে আমন মৌসুমে বীজ তলা তৈরী করতে না পেরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। প্রতিকার চেয়ে এলাকার কৃষককূল গতকাল সোমবার বেলা ১১টায় স্থানীয় উত্তর হাটবাটি মঠ সংলগ্ন এলকায় আবাল—বৃদ্ধ—বনিতা এক মানববন্ধন কর্মসূচি পালন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পথসভা শেষ করে নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত এক স্মারকলিপি দাখিল করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আলীগনেতা অনুপম মন্ডল, তাপস গাইন, নব কুমার রায়, পলশ সরকার, অলোক মল্লিক, অভিজিত বাছাড়, গৌর গাইন, পঞ্চানন পাছাড় ওরফে ধলা, দীলিপ গাইন, মিলন মল্লিক, উত্তম রায় সহ শত শত কৃষক- কৃষানী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান, এলাকাবাসি’র লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১