ইবি প্রতিনিধি:
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গোলাপি সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাংগঠনটির উপদেষ্টা ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহজাহান আলী। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, ক্যাপের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মুসা, ক্যাপ কুষ্টিয়া জোনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী, সাবেক সভাপতি ফয়সাল মোহাব্বত ফয়সালসহ সংগঠনটির প্রায় শতাধিক সদস্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা প্রফেসর ড. শাহজাহান আলী, মায়েদের ক্যান্সার সচেতনতায় তোমাদের কার্যক্রম একটি যুদ্ধের মতো। আর যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তারা প্রত্যেকে এক একজন বীর যোদ্ধা। এই কাজের দ্বারা যদি একজন মানুষেরও উপকার হয়, সেখানে আমাদের স্বার্থকতা।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১