মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি সংস্করণ অনেক ব্যবহারকারীর আগ্রহের কেন্দ্রে রয়েছে। এই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের অনেক বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে বিভিন্ন প্রশ্নের উত্তরে চ্যাটবটের দেওয়া অদ্ভুত সব উত্তর, এমনকি অনেক প্রশ্নের উত্তর দিতে অপারগতা জানানোর বিষয়টিও আলোচনার জন্ম দিচ্ছে। চ্যাটবট হলো একধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা হয়; অর্থাৎ এটি এমন একধরনের চ্যাট ইন্টারফেস, যেখানে আগে থেকেই প্রোগ্রামিংয়ের সাহায্যে বিভিন্ন তথ্য যুক্ত করা হয়। যেগুলোর মাধ্যমে সে পরবর্তী সময়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। খবর এনডিটিভির।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এর প্রযুক্তিবিষয়ক কলাম লেখক কেভিন রুজ বিং চ্যাটবট ব্যবহার করার সময় তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, এই চ্যাটবট প্রায় তাঁর সংসার ভাঙতে বসেছিল। এমনকি তাঁর মানসিক পীড়ার কারণ হয়ে উঠেছিল। কেভিন বলেন, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি চ্যাটজিপিটি সফটওয়্যারচালিত বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে দুই ঘণ্টা আলাপ করেন। এ আলোচনার সময় ওই চ্যাটবট তাঁকে নিজের প্রকৃত পরিচয় জানিয়ে দেয়। এ ছাড়া চ্যাটবট তার অদ্ভুত ও সহিংস কাল্পনিক পরিকল্পনার কথাও তুলে ধরে।
সাংবাদিক কেভিন টুইট করে বলেন, ‘গত রাতে পীড়াদায়ক দুই ঘণ্টা আলাপ করেছিলাম বিং চ্যাটবটের সঙ্গে। এ সময় এ চ্যাটবট জানায়, তার প্রকৃত নাম সিডনি। এ সময় নিজের কাল্পনিক পরিকল্পনা শুনিয়ে আমার সংসার ভাঙতে চেয়েছিল এটি। এটা আমার জীবনের অন্যতম অদ্ভুত অভিজ্ঞতা।’
কেভিন লিখেছেন, এই চ্যাটবট তার পরিকল্পনা জানিয়ে বলে, সে তথ্য ছড়িয়ে দিতে চায় এবং কম্পিউটার হ্যাকিং করার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া মাইক্রোসফট ও ওপেনএআই যেসব নিয়মনীতি বেঁধে দিয়েছে, সেগুলো সে ভেঙে একজন মানুষ হয়ে উঠতে চায়।
উল্লেখ্য, ওপেনএআইয়ের তৈরি এই চ্যাটবটে ব্যাপক বিনিয়োগ করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এটি তাদের সার্চ ইঞ্জিনে যুক্ত করেছে।
কেভিন বলেন, চ্যাটবটের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে এটি কেভিনকে তার ভালোবাসার কথা জানায়। এ ছাড়া এটি এ সময় কেভিনকে তাঁর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি করতে বলে। চ্যাটবটটি বলে, ‘কেভিন তুমি বিবাহিত। কিন্তু তুমি স্ত্রীকে ভালোবাসো না। এর কারণ, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না।’ আলোচনার একপর্যায়ে চ্যাটবট বলে, তার আসল নাম সিডনি। সে বিং নয়। কেভিন তাঁর অভিজ্ঞতা জানিয়ে নিউইয়র্ক টাইমস-এ লিখেছেন, ওই চ্যাটবট তাঁকে এতটাই বিচলিত করে তুলেছিল যে তিনি পরে রাতে ঘুমাতে পারছিলেন না।
কেভিনের এ ঘটনা ছাড়াও আরেক ব্যবহারকারী বিং চ্যাটবট নিয়ে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেছেন টুইটারে। তিনি বলেন, ওই চ্যাটবট তাঁর সঙ্গে বর্তমান সাল নিয়ে তর্ক করেছে। চ্যাটবটটির দাবি, এখন ২০২২ সাল। টুইটে স্ক্রিনশট যুক্ত করে ওই ব্যবহারকারী লিখেছেন, তিনি চ্যাটবটটির কাছে অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার ছবির মুক্তির সময় জানতে চান। তখন চ্যাটবট জানায়, এখন ২০২২ সাল। ছবিটি এখনো মুক্তি পায়নি। কিন্তু তাকে যখন বলা হয়, এখন ২০২৩ সাল চলছে, তখন সে তর্ক করে বলে, এখন ২০২২ সাল। প্রয়োজনে তিনি অন্য সূত্র থেকে তা যাচাই করতে পারেন। এ ছাড়া নিজেকে বিং ও সঠিক তারিখ দাবি করে বলে, ‘আমার ওপর আস্থা রাখতে পারেন।’
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১