প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২২, ১০:০২ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রুহুল আমীন
স্টাফ রিপোর্টার, বরিশাল: ২০২২ সালে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ রুহুল আমীন।
এ উপলক্ষে আজ ২৮ অক্টোবর, রোজ শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, জনাব বিপুল চন্দ্র মজুমদার, ইনস্ট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, মেহেন্দিগঞ্জ, বরিশাল। এ ব্যাপারে জনাব মোঃ রুহুল আমীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, " আলহামদুলিল্লাহ, মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা পদক -২০২২।
বাছাই কমিটির প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলাম। মহান আল্লাহর তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আমি অনেক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অনুপ্রেরণায় কারণে আজ আমি সাফলতা অর্জন করেছি। তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা।
আমার এই সম্মাননা টুকু উৎসর্গ করলাম আমার বাবা-মাকে। " উল্লেখ্য, তিনি ইতিপূর্বে ২০১৮ সালে "সেরা কন্টেন্ট নির্মাতা" হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও বর্তমানে মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে আই সি টি এম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যে উপজেলা শিক্ষা অফিস ও তার সহকর্মীরা, অভিনন্দন জানিয়েছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১