আরিফ তালুকদার, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার বিকেল ২ টায় পৌর প্রেস ক্লাব নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো.ইসমাইল হোসেন।মো. শাহ আলম সভাপতি ও এনায়েত করিম রাজিব সাধারণ সম্পাদক।
দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোরেলগঞ্জ পৌর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ১১ জুলাই রাত ৮ টায়।নির্বাচনী সকল বিধিবিধান অনুসরন করে গত ৬ জুলাই বৃহস্পতিবার এক সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়।৭ জুলাই শুক্রবার ভোটার তালিকা প্রকাশ করা হয় ক্লাবের ভোটার সংখ্যা ১১।
একই দিনে পুর্নাঙ্গ এক তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ৮ জুলাই শনিবার পদ ও পদবি এবং প্রার্থীতা চুড়ান্ত করা হয় ও ১১ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় সকল ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী কার্যক্রম সমাপ্তে দুপুর ২ টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিজয়ী অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি লেখক ও কলামিস্ট মো.ইসমাইল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ তালুকদার (দৈনিক দেশ সংযোগ), দপ্তর সম্পাদক মিজানুর রহমান পাখি (দৈনিক খবর পত্র), অর্থ সম্পাদক সাগর তালুকদার রনি (দৈনিক দেশবাংলা), তথ্য প্রযুক্তি সম্পাদক টি এম মনির হোসেন (দক্ষিণাঞ্চল সমাচার) এবং নির্বাহী সদস্য আল আমীন সেখ (দৈনিক দক্ষিণ বার্তা) ও মাহমুদুল হাসান (দৈনিক রানার)।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১