রাজধানীর উত্তরা পাঁচ নম্বর সেক্টরের একটি বায়িং হাউজের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে জাগো নিউজকে এসব তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।
তিনি বলেন, উত্তরা পাঁচ নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের ২০ নম্বর বাসার ফ্যাশন ভিলেজ নামে একটি বায়িং হাউজের রান্নাঘরে আজ (শুক্রবার) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেয়ারটেকার হাবিবুল্লাহকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি মোহাম্মদ মোহসীন বলেন, বায়িং হাউজে ককটেল কীভাবে এলো ও কীভাবে বিস্ফোরিত হলো তা জানতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১