সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
হাইকোটের নিষেধাজ্ঞা অমান্য করে নাজিম গং রা অসহায় পরিবারের মকবুল আহমেদ বসত বাড়ী ঘর জমি অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দখল করার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ১২, টা সময় লক্ষ্মীপুর সদর উপজেলা ৪নং চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুন বাজারের পাশে লতিফ মাঝি বাড়িতে এই ঘটনা ঘটে
যুবলীগ নেতা লিটন জানিয়েছেন, চররুহিতা মৌজার ৭৭ ডিসেম জমি ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক মকবুল আহমেদ গং। এই জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে নাজিম গং এবং আব্দুল লতিফ গংদের সাথে। এই সম্পক্তি নিয়ে হাইকোর্ট রিভিশন মামলা করেন মফিজ উল্ল্যা গং যাহার সিভিল রিভিশন নং ৪৫/২০২২ইং। ৬ছয় মাসের জন্য বিরোধকৃত সম্পক্তিতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট বিচার বিভাগ।
নাজিম, গং প্রায় দেড় থেকে ২ শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে অবৈধভাবে ভোগদখলকৃত সম্পক্তি ইউ পি সদৃশ্য আবুল কাশেম জানান, বাড়ী ঘর ভাংচুর করে লুটে নেয় নাজিম, মালেকা বেগম, হোসেন সরকার, মুসলিম, আবুল কালাম, তসলিম, জামাল, হুমায়ূন কবির গং। এ জমির মালিক মকবুল আহমেদ বলেন, এই সম্পত্তি নাজিমদের ৫পাঁচ মাস আগে আমার কিনা। ২০১৬ইং সালে অভিযুক্তরা প্রায় ৭৭ ডিসেম সম্পত্তি জবরদখল করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে নাজিম, মকবুল আহমেদের জমি জরপূর্বক সুপারি বাগান দখল করে সুপারি পাড়ে ও গাছ কেটে নেয় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১