বারবার আবেদন করলেও পুলিশ সভা-সমাবেশে সহযোগিতা করছে না। বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার ও হয়রানি করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, রোববার (৬ আগস্ট) বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল থেকে এবং আগের রাতে জামায়াতের ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে ।
তিনি বলেন, জুলুম-নির্যাতন, গণগ্রেফতার ও হয়রানি করে আন্দোলন ঠেকানো যাবে না।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির আমির মুজিবুর রহমান।
বিবৃতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এ শীর্ষ নেতা।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১