জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশকে বাঞ্চালের উদ্দেশ্যে আসার পথে বিপুল পরিমাণ রড, বাঁশ ও লাঠিসোটাসহ বিএনপির ৪ নেতা ও কর্মীকে আটক করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ।
আর এই নাটকীয় ঘটনাটির সমাপ্তি ঘটান ১৫ অক্টোবর শনিবার ভোরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী এলাকা থেকে।
আটককৃতরা হচ্ছে-ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মনির হোসেনের ছেলে সোহেল মিয়া (১৯), সেলিম মিয়ার ছেলে রাকিব মিয়া (২০), সুনিল চন্দ্র মজুমদারের ছেলে রনজিত মজুদদার (১৯) ও তৈয়ব আলীর ছেলে মো. সাফাতুল্লা (৪৫)। তারা সবাই বিএনপি কর্মী সমর্থক বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন-আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলন-নেতাদের নির্দেশে তারা ১৪০টি বাঁশের লাঠি ও রডসহ লাঠিসোটা নিয়ে সমাবেশে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার এই কর্মকর্তা।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১