রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিএমএসএস চেয়ারম্যান। সিলেটে অবস্থানরত বিএমএসএস চেয়ারম্যানকে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ নিয়ে সম্মেলন পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাত পর্ব শেষে সাংগঠনিক আলোচনা ও মতবিণিময় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় সম্মেলন উপলক্ষে সংক্ষিপ্ত সফরে আসা বিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানসহ নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ উভয় সংগঠনের সাংবাদিক সহযোদ্ধাদের সম্পর্ক উন্নয়নের স্বার্থে উক্ত সাক্ষাত ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করা হয়। যা এক আনন্দঘন মিলন ও ভালোবাসার বন্ধনস্থল হিসেবে প্রকাশ পায়।
এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যানের সাথে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমেদ, নবনির্বাচিত সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সহ-সম্পাদক বদরুল ইসলাম প্রমূখ।
সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এলে বিএমএসএস চেয়ারম্যান সহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ প্রতিথযশা সাংবাদিক সুনির্মল সেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল মিছবা, দৈনিক সন্ধ্যাবানী’র ফটো সাংবাদিক আবিদুল রহমান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় শেষে দল-মত নির্বিশেষে মফস্বলের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ১ঘন্টা ব্যাপী মতবিণিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে সদস্য সমাপ্ত বিএমএসএস-এর সিলেট বিভাগীয় সম্মেলন সফল স্বার্থক হওয়ায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।
এছাড়া জেলা-উপজেলাসহ মফস্বলের সাংবাদিকদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা সহ তাদের বিভিন্ন নীতিগত দাবী ও অধিকার আদায়ের পরামর্শ প্রদান করেন।
সাথে সাথে জণকল্যাণে ও জাতীয় স্বার্থে বিশেষ ভূমিকা পালন সহ সাংবাদিকদের উপর হামলা-মামলা, নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসায় এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চলমান কার্যক্রমকে স্বাধুবাদ জানিয়ে সব সময় সাধ্য অনুযায়ী পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের প্রবীণ প্রতিথযশা সাংবাদিক নেতৃবৃন্দ।
বিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অভ্যর্থনা ও আতিথীয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতাচিত্ত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উভয় সংগঠনের পক্ষে সাংবাদিকদের স্বার্থে সম্পর্ক উন্নয়নে নীতিগতভাবে বিশেষ ভূমিকা রাখতে একে-অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয় পাশে থাকার কথা জানান।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১