সুমন মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে রমিছা বেগম (৪৫) নামে স্বামী পরিত্যাক্তা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেলে থানার এসআই আরিফুজ্জামান রমিছা বেগম’র লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। সে ঐ গ্রামের মৃত কপিল উদ্দিনের মেয়ে। রমিছার স্বামীর বাড়ি অন্যত্রে হওয়ায় সে দীর্ঘদিন ধরে বাবার বাসায় অবস্থান করছিল। এসআই আরিফুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, রমিছার স্বামীর বাড়ি কোন জেলায় ছিল তা কেউই সুনির্দিষ্টভাবে বলতে পারেন না। খাদ্যে বিষক্রিয়ায় রহিছা আকষ্মিক মৃত্যু ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১