সুমন মিয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে পারিবারিক যাতায়াতের রাস্তার সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় সোহেল রানা (২২) নামে ছোট ভাই নিহত ও বড় ভাই আহসান হাবীব (২৪) আশঙ্কজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই সোহেল রানা মারা যায়। নিহত সোহেল রানা ও আহত আহসান হাবীব চন্ডিপুর ইউনিয়নের ঐ গ্রামের মৃত আহমেদ উদ্দিনের ছেলে।
এরআগে, গত রবিবার সকালে পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর (গাছবাড়ি) গ্রামের দুলা মিয়ার বাড়ি ঘেষে সোহেল রানার পারিবারিক যাতায়াতের রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বাগ বিতন্ডার একপর্যায়ে দুলা মিয়া, এছাহাক আলী গংদের লোকজনের হামলায় সোহেল রানা ও আহসান হাবীব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি দেখা দেয়ায় কর্তব্যরত চিকিৎস্যকগণ তাদেরকে রমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।