জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ- ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাশ করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের এখলাছ উদ্দীন নয়ন নামের সাবেক ইউপি সদস্য। তিনি নেত্রকোনার কেন্দুয়া মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন।
পাশ করার খুশিতে এখলাছ উদ্দিন গণমাধ্যমকর্মীদেরকে বলেন- শিক্ষার কোনো বয়স নেই। আমার আগ্রহ ছিল পড়াশোনা করার। সেই আগ্রহ থেকেই এ বছর মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে আমি জিপিএ-৫ পেয়েছি।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন- এখলাছ উদ্দীন নয়ন আমার প্রতিষ্ঠানের নিয়মিত একজন শিক্ষার্থী। তিনি এ বছর আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন। এ বয়সে এসে তার এমন ফলাফলে আমরা গর্বিত ও আনন্দিত।
সম্পাদক: এম. আই. সিয়াম || মোবাইল: ০১৭১০৩০২১২৬ || ই-মেইলঃ dbnews71.bd@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | ডিবি নিউজ ৭১