রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

ইবি তরুণ কলাম লেখক ফোরামের মাসব্যাপী কর্মসূচি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
ইবি তরুণ কলাম লেখক ফোরামের মাসব্যাপী কর্মসূচি

আবির হোসেন, ইবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কর্তৃক ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গত ১লা ডিসেম্বর ২০২২ থেকে এ কর্মসূচি শুরু হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতায় ‘একাত্তরের চিঠি’ বইয়ের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমাইরা জারিন, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার ও আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করে।

received-628325209049072

এর আগে, স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্বেচ্ছায় রক্তদান, মুক্তবাংলায় পুষ্পস্তবক অর্পণ, ‘কিংবদন্তী পাবলিকেশন’ নিবেদিত মুক্তিযুদ্ধ বিষয়ক বই পাঠ ও কুইজ প্রতিযোগিতা ও দ্বিমাসিক ‘ডাকঘর’ এর বিজয় দিবস (বিশেষ) সংখ্যা প্রকাশ করে সংগঠনটি।

মাসব্যাপী এ আয়োজন সম্পর্কে শাখা সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘বিজয়ের মাস উপলক্ষে আমাদের এই আয়োজন তরুণ সমাজের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দিবে। এছাড়া সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে সৎ ও সুনাগরিক হওয়ার লক্ষ্যে আমাদের এ আয়োজন।’

received-1312313896214491

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মান ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৭ টি শাখার মধ্যে পরপর তিনবারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় এ শাখাটি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস