রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. জোকস
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

খুলনার দাকোপের বাজুয়া আর্য্য হরিসভার মহা নামযজ্ঞের ৬ষ্ঠ দিনে পরিদর্শন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ
খুলনার দাকোপের বাজুয়া আর্য্য হরিসভার মহা নামযজ্ঞের ৬ষ্ঠ দিনে পরিদর্শন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
বাজুয়াখুটাখালী মহানামযজ্ঞানুষ্ঠান ৫৬ প্রহরব্যাপী ৬ষ্ঠ দিন আজ শনিবার সকাল থেকে উপছেপড়া ভক্তদের পদচারনায় তির্থভুমিতে পরিনত হয়েছে আর্য্যহরি সভা অঙ্গন। আজ ১৮ ফেব্রুয়া ৬ষ্ঠদিনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসও তার সহধর্মীনি মিসেস জ্যোতি বিশ্বাস আর্য্যহরিসভা পরিদর্শন ও নামসংকির্তন শ্রবন করেন।বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মানস কুমার রায়ের নেতৃত্বে একটি শোভাযাত্রা আর্য্যহরিসভা মন্দির চত্তরে এসে ভ্ক্তবৃন্দদের মাঝে বিভিন্ন রকম সেবাদান কার্য্যক্রম পরিচালনা করেন।বিভিন্ন এলাকা সহ দুরদুরন্ত থেকে অগনিত ভক্তের সমাগম লক্ষ করাযায়।আর্য্যহরিসভার মহাপরিচালক ঋসরোজিত কুমার রায় ও সাধারন সম্পাদক বিজন কুমার রায় সহ আর্জায্যহরিসভার আয়োজক কমিটি জানান, আইন শৃঙ্খলা পরিস্হিতি সমন্নত রেখে শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হতেযাচ্ছে ৬ষ্ঠ দিনেেরড় মহাসংকির্তন।

অন্যদিকে আর্য্যহরিসভায় উপস্হিত থেকে সার্বিক কার্য্যক্রম পর্যালোনা করেন সাবেক সংসদ ননীগোপাল মন্ডল,সন্জয় মোড়ল,চেয়ারম্যান মিহির মন্ডল দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল,,দেবপ্রসাদ গাইন,প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,উৎপল দাস,সহ আর্য্যহরিসভার কার্য্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা বৃন্দ।

প্রতি বছরের ন্যায় লাউডোব বানিশান্তা বারিধারা সেবা সংগের উদ্যগে ১৩ই ফেব্রুআরি থেকে মন্দির অঙ্গনে বিমলেন্দু বিশ্বাসের পরিচালনায় সকল সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে জল দান করে চলেছে এধরনের সেবামুলক কার্যক্রমকে মাধুবাদ প্রশংসা জানিয়েছন ভক্তবৃন্দগন। বিমালেন্দু বিশববাসের এই ধরনের সেবামুলক কাজে এলাকার বিবেকমান ভক্ত বৃন্দের পরামর্শ ও সগযোগিতার আহবান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস