সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

ইবির হলে ছাত্রী নির্যাতন: হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
ইবির হলে ছাত্রী নির্যাতন: হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গনরুমে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী তথ্যটি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলমকে রাখা হয়েছে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো বলে আশা রাখি।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় দায়ের করা রিটের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তদন্ত কমিটি ঘটনের আদেশ দেন হাইকোর্ট। আদেশে কুষ্টিয়ার জেলা প্রশাসককে ৩ কার্যদিবসের মধ্যে এ কমিটি গঠনের নির্দেশনা দেন। কমিটি করার পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।

সর্বশেষ - রংপুর