বইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় গুরুচাঁদ ট্রাষ্টের আয়োজনে সূক্ষ্ম হরিচাঁদ দর্শনের উপর এক আলোচনা সভা গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় গুরুচাঁদ ট্রাষ্টের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক প্রাণ গোপাল বৈরাগ’র সভাপতিত্বে স্থানীয় গুপ্তমারী শ্রীশ্রী গুরুচাঁদ ট্রাষ্টের কেন্দ্রীয় মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগামী ১২ তম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা- ১ আসন থেকে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গুরুচাঁদ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’র সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা ও ভারতের সিটিজেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ ও সূক্ষ্ম হরিচাঁদ দর্শনের আন্তর্জাতিক পর্যায়ের প্রচারক ডাঃ আশীষ ঠাকুর ।
অনুষ্ঠানে আলোকিত বরেণ্য অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব ও সাবেক বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন খান । গুরুচাঁদ ট্রাষ্টের সাধারণ সম্পাদক ও মতুয়া মহাসঙ্ঘের খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম টিকাদার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভারত থেকে আগত সূক্ষ্ম হরিচাঁদ দর্শন ও আদর্শের প্রচারক সুধানন্দ গোঁসাই , মিসেস ইউএনও ও শিক্ষিকা রোজিনা বেগম ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়ের অবঃপ্রাপ্ত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিধান কুমার মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, এ্যাডভোকেট সন্দিপ রায়, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, অবঃপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন কুমার রায়, অবঃপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুৎ কুমার রায়, গুরুচাঁদ ট্রাষ্টের উপদেষ্টা নারায়ন চন্দ্র রায়,বটিয়াঘাটা গুরুচাঁদ ট্রাষ্টের সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল, গুরুচাঁদ ট্রাষ্টের সদস্য ক্ষীতিশ মন্ডল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুপদ মন্ডল, সুরেশ রায়, প্রধান শিক্ষক প্রভাষ গাইন, শিক্ষক কুমারেশ রায়, সমাজ সেবক বিজুন রায়, সুবীর মল্লিক, মতুয়াচার্য জয় মিস্ত্রী,গৌতম রায়, প্রভাষ রায়,সাংবাদিক পরাগ রায়, সবুজ মিস্ত্রী,বিষ্ণু রায়,উজ্জ্বল রায় ।