ময়মনসিংহঃ– ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক তত্তাবধানে স্কুল পর্যায়ে আজ রবিবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরকে কোভিড ১৯ টিকার ২য় ডোজ শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় রবিবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর বিভিন্ন বিদ্যালয়সমূহের টিকা কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচকে দেবনাথ।
এ সময় তিনি বলেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নির্দেশনায় সুষ্ঠভাবে শিশুদের কোভিড ১৯’র ১ম ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। আজ থেকে শুরু হয়ে ১২ কর্মদিবস পর্যন্ত স্কুল পর্যায়ে কোভিড ১৯’র ২য় ডোজ টিকা প্রদান করা হবে। এরপরও যদি কেউ বাদ পড়ে তা হলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পরবর্তী ২ দিন শিশুদের টিকা প্রদান করা হবে।
কোভিড ১৯ টিকার ২য় ডোজ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নানা স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।