বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় নারী ভলিবল প্রতিযোগিতা শুক্রবার পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে।
প্রথম দিনের খেলায় জিতেছে সাউথ ব্রীজ স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
‘খ’ গ্রুপের খেলায় সাউথ ব্রীজ স্কুল অ্যন্ড কলেজ ২-০ সেটে ইডেন কলেজকে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২-১ সেটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে, ‘ক’ গ্রুপের খেলায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যন্ড কলেজ ২-০ সেটে ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ২-০ সেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে।
বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নারী ভলিবল কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরা, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।