রবিবার , ১০ মার্চ ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ১০, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ৩৩ জন কৃতি শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। রোববার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, পদক ও নগদ অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এসময় অনুষ্ঠানে ডিন’স লিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ এর আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়া অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে আমরা আপনাদের যে আলোর পথ দেখালাম সেই পথ বেয়ে সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে হবে। এটা নিয়ে আপনাদের মাঝে যেন কোন অহংকার বোধ না আসে। পরিশীলিত মনন ও উন্নত মূল্যবোধ তৈরি করার মাধ্যমে কাজ করে যাবেন যাতে আমরা গৌরবান্বিত হই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত