শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়: স্থানীয় ব্যবসায়ীরা পকেট কাটছে শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মার্চ ২২, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়: স্থানীয় ব্যবসায়ীরা পকেট কাটছে শিক্ষার্থীদের

আবির হোসেন, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের একটি বড় অংশ থাকে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার মেসগুলোতে। এসব শিক্ষার্থীরা নিত্যপ্রয়োজনী পণ্য কেনাকাটা করেন ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার থেকে। ক্যাম্পাসের পাশে একমাত্র বাজার হওয়ার সুবাদে সারাবছর এই বাজারের বিক্রেতারা শিক্ষার্থীদের নিকট অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করে। শিক্ষার্থীরাও নিরুপায় হয়ে অতিরিক্ত মূল্য দিয়েই কেনাকাটা করছেন। বেশীরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা জানতেই পারেন না তারা এ অঞ্চলের অন্য বাজারগুলো থেকে কতটা চড়া দামে পণ্য ক্রয় করেন। মাঝে মধ্যে সচেতন কিছু শিক্ষার্থী অতিরিক্ত দাম নিয়ে দোকানীদের সঙ্গে কথা বললেও শেষ পর্যন্ত পেরে উঠে না। সব দোকানীই অতিরিক্ত মূল্যে বিক্রি করায় শেষ পর্যন্ত দোকানীদের নির্ধারিত মূল্যেই ক্রয় করতে হয় শিক্ষার্থীদের। রমজান মাসে দাম বৃদ্ধি আরো প্রকট আকার ধারণ করে। অস্বাভাবিক এ মূল্য বৃদ্ধির পেছনে বাজার কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির অভাবকে দায়ী করছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার মেসগুলোতে অবস্থানরত শিক্ষার্থীরা নিয়মিত তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেন ক্যাম্পাসসংলগ্ন এই বাজার থেকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ডাইনিংয়ের জন্যেও মালামাল কেনা হয় এ বাজার থেকে। এ চাহিদাকে কাজে লাগিয়ে বিক্রেতারা শিক্ষার্থীদের থেকে চড়া মূল্য আদায় করেন। অনেকক্ষেত্রে স্থানীয় ও শিক্ষার্থীদের থেকে পৃথক মূল্যেও পণ্য বিক্রয় করতে দেখা যায় বিক্রেতাদের।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাস থেকে মাত্র পাঁচ কিলোমিটার উত্তরের হরিনারায়ণপুর বাজার ও দেড় কিলোমিটার দক্ষিণের মদনডাঙ্গা বাজারের সঙ্গে শেখপাড়া বাজারের পন্যের দামে রয়েছে বড় ব্যবধান। একইদিনে শেখপাড়া ও পার্শ্ববর্তী দুই বাজার ঘুরে দেখা যায়, শেখাপাড়া বাজারে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকায়। একইসময়ে অন্য বাজারগুলোতে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। একইভাবে মুরগীর অন্য প্রজাতিগুলোর ক্ষেত্রেও ২০ থেকে ৩০ টাকা ব্যবধানে বিক্রি হচ্ছে।

শেখপাড়া বাজারে প্রতি কেজি বড় আপেল বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। একই ধরণের আপেল অন্য বাজারগুলোর থেকে বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। একইভাবে প্রতি কেজি মাল্টায় ৬০ টাকা, আঙ্গুরে ৪০ টাকা, কমলায় ২০ টাকা ও বেদানায় ৫০ টাকা অতিরিক্ত মূল্য রাখছে শেখপাড়া বাজারের বিক্রেতারা।

এদিকে, অন্য বাজারগুলোতে প্রতি হালি লেবু ৩০ টাকায় বিক্রি হলেও শেখপাড়া বাজারে একই ধরণের লেবু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আলু, বেগুন, টমেটো, শশাসহ অন্য সবজি জাতীয় পণ্যে প্রতি কেজিতে ৫-১০ টাকা ব্যবধানে বিক্রি হচ্ছে।

স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, শেখপাড়া বাজার কেন্দ্রীক ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। যারা জিনিসপত্রের দাম অতিরিক্ত বাড়িয়ে বিক্রি করছে। শিহাব আহমেদ নামের মেসে অবস্থানকারী এক শিক্ষার্থী বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল অবস্থা। ক্যাম্পাস সংলগ্ন একমাত্র বাজার হওয়ায় শেখপাড়া বাজারে অত্যধিক দাম রাখে। আমরা মেসে থাকা শিক্ষার্থীদের তিন বেলা খেতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা চাই ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে দেখবে।

শেখপাড়া বাজারের মুরগী ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, আমাদের বাজারে সবকিছুর দাম একটু বেশি। আমরা পাইকারদের থেকে বাকিতে মুরগী ক্রয় করার ফলে দামটা একটু বেশি পড়ে। এছাড়া শেখপাড়া বাজারে দোকান ভাড়া বেশি এবং আমাদের মালামাল বহন খরচসহ সবকিছু মিলিয়ে খরচ বেশি পড়ে যায়। সেজন্য আমাদের একটু বেশি দামেই বিক্রি করতে হয়।

 

Artboard-1

 

ফল ব্যবসায়ী তানভীর হোসেন বলেন, আমাদের কেনা দামের উপর নির্ভর করে মালমাল বিক্রি করতে হয়। একেকজন বিক্রেতা একেক জায়গা থেকে মালামাল ক্রয় করে। এজন্য দামের ক্ষেত্রে একটু হেরফের থাকে। তাছাড়া বেশি দামে কেনা জিনিস তো কম দামে বিক্রি করা সম্ভব না৷

সবজি বিক্রেতা রাকিবুল হোসেন বলেন, অন্যান্য বাজারের ব্যবসায়ীরা এলাকার গৃহস্থালিদের থেকে কম দামে মালামাল কিনতে পারে বলে তারা কম দামে বিক্রি করতে পারে। আমাদের তাদের তুলনায় বেশি দামে মালামাল কিনতে হয়। এজন্য বিক্রির ক্ষেত্রেও একটু বেশি দাম পড়ে যায়।

 

Artboard-1

 

শেখপাড়া বাজার কমিটির সভাপতি হাকিম মোল্লা বলেন, আমাদের বাজারে সবকিছুর দাম অন্য বাজারের তুলনায় বেশি। বিষয়টি নিয়ে আমরাও খুব অতিষ্ঠ। অতিরিক্ত চাহিদা থাকায় ব্যবসায়ীরা যেকোনো দাম চাইলেই তা বিক্রি হয়ে যায়। তবে কখনো কেউ অভিযোগ না করায় আমরা কখনো বাজার মনিটরিং করিনি। আমি বিষয়টি নিয়ে আমার সেক্রেটারির সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টিতে গুরুত্ব দেওয়া দরকার। বাজার কমিটির সঙ্গে সমন্বয় করে এটি কিভাবে সমাধান করা যায় এ নিয়ে আমি প্রক্টরের সঙ্গে আলোচনা করবো।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, শেখপাড়া বাজার নিয়ে আমাদের কাছে আগেও অভিযোগ এসেছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - রংপুর

আপনার জন্য নির্বাচিত
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অংশগ্রহণ

অল্পের জন্য সিলেটে নতুন ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

অল্পের জন্য সিলেটে নতুন ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

সব জেলায় স্কুল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সব জেলায় স্কুল সাইকোলজিস্ট নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

বটিয়াঘাটায় সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

নড়াইলের ইতনা চৌরাস্তা বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

নড়াইলের ইতনা চৌরাস্তা বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য এ্যাডঃগ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি

খুলনা’র বটিয়াঘাটার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

খুলনা’র বটিয়াঘাটার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

ঠাকুরগাঁওয়ে নির্মিত হচ্ছে নতুন দূর্গা পূজার গান

লক্ষ্মীপুরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ২৮টি ইটভাটা

লক্ষ্মীপুরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ২৮টি ইটভাটা

গাইবান্ধা’র পলাশবাড়ীতে বাস-ট্রাক ও মটরসাইকেলের ত্রি-মুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

গাইবান্ধা’র পলাশবাড়ীতে বাস-ট্রাক ও মটরসাইকেলের ত্রি-মুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের