আজকাল আর অভিমান হয় না কারো উপর
আজ আর মনের সব অব্যাক্ত কথা গুলো কাউকে বলি না
বলার জন্য এখন আর কাউকে খুঁজি না
তবে দুঃখ হয় মাঝে মাঝে।
যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে
মনে হয় আমারও একটা মানুষ থাকুক
মন খারাপের দিন গুলো আমায় বুঝুক
মিথ্যা আশার মাঝে, মন যাকে খোঁজে
পরক্ষণেই ভাবি বাস্তবতার চাবিকাঠি
তবে এখন আর কিছু মনে নেই,
যখন একেকদিন খুব বাতাস শুধু পাতা উড়িয়ে দেয়
ঠিক তখনই আমার চারদিকে ঠান্ডা বাতাস ঘুরে
কখনো কখনো সেই পুরনো কালের সাদা রোদ
হঠাৎ ভোরবেলা ঘর ভাসিয়ে উরিয়ে দেয় মনে মনে
পরে থাকে একটা চিঠি ঘরের একটা কোণে,
এখন আর কোনোখানে নেই যাওয়ার
নেই আর কোনো কিছু পাওয়ার
উড়িয়ে দিতে ইচ্ছে করে পুরোনো সব নিয়ম ।
এখন আমার কারো জন্য দুঃখ হয় না
এখন কেবল ঠান্ডা বাতাস, আর যখন গাছের পাতা ঝরে পরে ,
ঠিক তখনি চোখের কোণে জল গড়িয়ে পড়ে
আমার চারপাশ ঘিরে শুধুই বৃষ্টি পড়ে।
- কবি: অর্পিতা ঐশ্বর্য
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।