রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. জীবনযাপন
  13. জোকস
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়, লেখক: রাকিব খান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ
কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়, লেখক: রাকিব খান

কবিতা: নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়

এখানে সে কতক্ষণ!
কত কাল! কত দূর!
নিরবধি চেয়ে থাকি অপেক্ষায়
সেকেলে গড়া প্রাণ আজিকার
কুমড়ো ফুলের ঘ্রাণ বায় বায়নায়।
তাকিয়ে আছে সে;
দৃশ্যপট ভাঙতে চায়
গরাদ বেয়ে আলো চায়
দেখতে পায় না শুনতে পায় না।
কবিতা, তোমার আকাশ পরতে থাকি আমার শরীর ঘরে
কেন চলে গেলে ওমন করে দূরে?
অচিন পুরে কী পুড়ে ব্যথা হলে?
এখানে চোখের উপর মানুষ পুড়ে
মাটি উড়ে
রক্ত মাখা হাঁটার সূর্য উঠলে
মুহূর্ত বদলায়
ইতিহাস ঘুরে।
দেশটা ছেয়ে গেছে তোমার শরীরে
দ্রোহের প্রেম ব্যারিকেড উপচে
সবুজ পাতায় হলুদ ঘ্রাণে
উঠান বোঝাই হাসি আনে।
দেহ ভর্তি অচেনা চোখ
চিরচেনা মাটির টানে
সাঁকো ভেঙে স্রোত বইছে, বইবে
আর কিছুক্ষণ
আর কিছুক্ষণ।
এখানে তুমি কতক্ষণ!
রেখে গেলে শরৎ কনসার্ট
গ্রাফিতি শরীর গান
মিছিলে মিছিলে শুধু তুমি বাজো আজ
সাজোয়া গায়েত প্রাণ
তুমি অম্লান তুমি অম্লান।
পথেই হলে শেষ
বাড়ি ফেরা দূর
কিসের প্রতীক্ষায়!
নিরবধি চেয়ে থাকি
অপেক্ষায়
শুধু অপেক্ষায়!


রাকিব খান
মাস্টার্সে অধ্যয়নরত,ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস