বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৩ ১১:৫৬ অপরাহ্ণ
খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইট ভাটা উচ্ছেদ

 

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার উত্তর শৈলমারী হোগলবুনিয়া খেয়া ঘাট নামক এলাকায় অনুমোদন বিহীন এক ইট ভাটায় গতকাল বুধবার দুপুর ২টায় খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আছিফুর রহমানের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদন বিহীন ওই ভাটায় বে-আইনিভাবে নদী সংলগ্ন সরকারি জায়গা দখল করে ভেঁড়িবাঁধ দিয়ে পাঁজা করে ইট প্রস্তুত করছে। এছাড়াও ব্যবহারের জন্য রাখা জ্বালানি কাঁঠ যা ইট প্রস্তুত আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী সম্পূর্ন অবৈধ জব্দ করা হয়। ৪ ঘন্টা ধরে চলা এ উচ্ছেদ অভিযান চলে।এ সময় ভাটার কোন মালিক কিংবা কর্মচারী ছিলো না।

অভিযান শেষে ইট ভাটায় তৈরি প্রায় ৫০ হাজার পাকা ইট,দেড় হাজার মন জ্বালানি কাঠ ও ইট প্রস্তুতের সরঞ্জাম ও যন্ত্রাংশ স্হানীয় জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়’র জিম্মায় রাখা হয়।জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো আবু সাঈদ বলে, ইট ভাটা আইন ২০১৯ এ স্পষ্ট উল্লেখ আছে যে, অনুমতি ছাড়া ইট ভাটা স্থাপন ও ইট প্রস্তুত বে-আইনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস