ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা’র বটিয়াঘাটায় প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্দ্যোগে আল্টাসোনাগ্ৰফী মেশিনের শুভ উদ্বোধন গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয় প্রাণী সম্পদ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাশ কুমার দাশ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মৃন্ময়ী সরকার,প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সিফাত হোসাইন জয়া, সাংবাদিক রিপন রায়, সুফলভোগী চন্দ্রা মন্ডল প্রমূখ। উদ্ধোধনী দিনেই সুফলভোগী চন্দ্রা মন্ডলের পোষা বিদেশি পারর্সিয়ান জাতের বিড়ালের প্রেগনেন্সি টেস্টিং করা হয়।
এসময় সুফলভোগী চন্দ্রা মন্ডল এ প্রতিবেদককে বলেন, ইতিপূর্বে পশু-পাখির প্রেগনেন্সি টেস্টিং করতে জেলা অফিসে যেতে হতো। উপজেলা পর্যায়ে আল্টাসোনাগ্ৰফী মেশিন উদ্বোধন করায় এবং প্রথম দিনেই আমার বিদেশি পারর্সিয়ান জাতের বিড়ালের প্রেগনেন্সি টেস্টিং করতে পেরেছি তাই আমি ভিশন খুশি হয়েছি।