ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঐতিহ্যবাহী রায়পুর আনো ফকিরের দরবার শরীফে ১৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল গত ২০ মার্চ সোমবার সন্ধ্যায় রায়পুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারি আব্দুস সবুরের সভাপতিত্বে ও ঝর্নধারা উপকূলীয় সাংবাদিক কল্যান ট্রাস্ট সভাপতি সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন’র পরিচালনায় ওয়াজ মাহফিল অনুষ্টান রায়পুর আনো ফকিরের দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়।
বাদ আসর থেকে – মধ্য রাত পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে ইসলামি জলশায় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন খুলনা শেখ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহিম জামালী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ডুমুরিয়ার নব-মুসলিম মোঃ আব্দুর রহমান, বিশেষ বক্তা হিসেবে মুল্যবান আলোচনা করেন ফুলবাড়ি গেট জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান।
রায়পুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন রায়পুর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ বিলাল হোসেন, মাদ্রাসার খাদেম রকিব উদ্দিন গাজী, যুবনেতা মোঃ আঃ রাজ্জাক, আরজ আলী গাজী, তৌহিদুল ইসলাম, মিজানুর গাজী, আতিয়ার রহমান, সাইদ গাজী, কিবরিয়া শেখ, আছাবুর খা, রুস্তম আলী, আঃ মান্নান, সুমন সানা,জুয়েল শেখ,হাচিবুর রহমান, বিল্লাল শেখ, জুম্মান শেখ, মোঃ মোস্ত ফকির, সোলেমান, সালমান,জহির উদ্দিনসহ এলাকার শত শত পুরুষ মহিলা উপস্থিত ছিলেন।