মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কাতার বিশ্বকাপ
  5. কুড়িগ্রাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪ মামলায় ৫ শতাধিক আসামি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪ মামলায় ৫ শতাধিক আসামি

হায়দার আলী, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর কাজির ডেউড়ি এলাকায় বিএনপি-সংঘর্ষের ৪ মামলায় বিএনপির ৪-৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

১৬ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় দন্ড বিধি, সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এছাড়াও সংঘর্ষের ঘটনায় আটককৃত ২০ জনকে এ-সব। মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, “বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৩টি ও চট্টগ্রাম জেলা পুলিশ বাদী হয়ে ১টি মামলা করেছে। আটক ২০ জনকে এসব মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সিসি টিভি ফুটেজের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ৯০ জনকে সনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্যে অভিযান চলমান রয়েছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস