ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা’র বটিয়াঘাটায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল শুক্রবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) ।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার(ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম । আন্যান্যের উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, জনস্বাস্থ্য প্রকৌশল মিসেস সাবিহা সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বীরমুক্তিযোদ্বা নিরঞ্জন কুমার রায়,প্রধান শিক্ষক যথাক্রমে তৃপ্তি রাণী বিশ্বাস,অন্নদাশংকর রায়, সন্তোষ কুমার মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার,সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোদ্দার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা ।
অপরদিকে একই স্থানে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক স্তরে ৯ম ও ১০ম শ্রেনীতে মেধাক্রম অনুসারে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষর্থীদের মাঝে ট্যাব উপহার তুলে দেন । এসময় উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেক বিদ্যালয়ে ৬ টি করে মোট ১৫৬ টি ট্যাব অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে তুলে দেন ।