বটিয়াঘাটা প্রতিনিধি: ফায়ার সার্ভিসের বটিয়াঘাটা ইউনিটের আয়োজনে বিভিন্ন বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মহড়া গতকাল সোমবার সকাল ১০ স্থানীয় চক্রাখালী মল্লিকের মোড় সংলগ্ন দূর্গা মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় ।
ফায়ার সার্ভিসের বটিয়াঘাটা ইউনিটের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর’র নেতৃত্বে একটি চৌকস দল আগুন,সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া সহ বিভিন্ন বিষয়ে উক্ত মহড়া অনুষ্ঠিত হয় । মহড়ায় এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে ।
এব্যাপারে মহড়ায় অংশগ্রহণকারী মধূসুদন মল্লিক বলেন, আমরা অনেক বিষয়ের প্রাথমিক করণীয় সম্পর্কে অবগত ছিলাম না । ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্দ্যোগে সচেতনতা মূলক মহড়ার মাধ্যমে অনেক বিষয়ে করণীয় ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানতে পেরেছি ।
আগামীতে উক্ত মহড়ায় যে সকল দূর্ঘটনায় প্রাথমিক শিক্ষায় করণীয় সম্পর্কে অবগত হয়েছি,তা আগামী দিন গুলোতে পারিবারিক ও সামগ্ৰিক ভাবে কাজে লাগবে ।