বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আগামী ২৬ মে জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তূতি মূলক সভা গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার সভাপতি অবঃপ্রাপ্ত অধ্যাপক মনোরঞ্জন মন্ডল’ সভাপতিত্বে স্থানীয় উপজেলা বাজার নাট মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় ।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ মল্লিক’ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, সহকারী অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, অবঃপ্রাপ্ত এনজিও কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়, বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, সুব্রত কুমার মিস্ত্রী, প্রভাষক নরেশ গোলদার, প্রভআষ মনীষ কান্তি মল্লিক, সহকারী অধ্যাপক সুশান্ত কুমার গোলদার, প্রসেনজিৎ দত্ত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, সাংবাদিক পরাগ রায়,ইউপি সদস্য কিংকর রায়, হরিচাঁদ ঢাকইদার, প্রদীপ কুমার টিকাদার, দেবেন্দ্রনাথ বৈরাগী, বাবুল মহলদার,তৃপ্তি গোলদার, রবীন্দ্রনাথ ইজ্জৎদার,পল্লব হালদার,সমিত্র বৈরাগী,পিয়াল ঢাকইদার,উত্তম কুমার বালা, দিলীপ রায়, রনজিত কুমার হালদার, বিকাশ রায়, গৌতম রায়, প্রমূখ ।