বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটার উপজেলার ভান্ডারকোর্টের কুট্টিহাট হয়ে বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিরাট ঘাট পর্যন্ত দীর্ঘ ৮ কিকলোমিটার জনগুরুত্বপূর্ণ সড়কের ঠিকাদার প্রতিষ্ঠানের একগুঁয়েমী ও অনিয়মের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ।
জানা, উপজেলা সদরের সাথে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের যোগাযোগের একমাত্র উক্ত রাস্তা । রাস্তাটি দিয়ে যানবাহন সহ সাধারণ মানুষের জন্য চলাচলের অনুপযোগী হয়ে পড়লে কতৃপক্ষ রাস্তাটিতে ৩ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ দেন এবং আগামী ৩০ মার্চ ২০২৩ এর মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের একগুঁয়েমী ও অনিয়মের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । ঠিকাদার প্রতিষ্ঠানটি রাস্তা পিচ খুঁড়ে ইটের খোয়া দিয়ে দীর্ঘ দিন যাবৎ ফেলে রাখার করেন এবং পানি না দেয়ায় উক্ত রাস্তার দুই পাশের মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছে ।
এছাড়া রাস্তা সংলগ্ন কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বিরাট বাজার, টালেমারা কুট্টিহাট,সাদাল বাজার সহ ছোট -বড় আরো কয়েকটি বাজার রয়েছে। প্রতিদিন ছাত্র-ছাত্রী,হাটুরে, চাকরিজীবী সহ হাজার হাজার সাধারণ মানুষ চলাচল করে আসছে । কিন্তু বর্তমানে ঠিকাদার প্রতিষ্ঠানের একগুঁয়েমী ও অবহেলার কারণে রাস্তার ইটের খোয়া উঠে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে । প্রতিদিন দুর্ঘটনা লেগেই রয়েছে। যে কোন মুহুর্তে রড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে ।
এলাকাবাসী অনতিবিলম্বে কাজটি সম্পন্ন করার গণদাবি জানিয়েছেন । তা না হলে ক্ষুব্দ এলাকাবাসী ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণ আন্দোলনের হুমকি দিয়েছে ।