বুধবার , ৫ জুলাই ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কাতার বিশ্বকাপ
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস
  8. খুলনা
  9. খেলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. ঢাকা

মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৫, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ
মিডিয়ায় বাহবা পেতে বাইডেনের বিরুদ্ধে মামলা: পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়ায় বাহবা পাওয়ার জন্য কেউ হয়তো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘মিডিয়ায় বাহবা পাওয়া জন্য কেউ হয়তো জো বাইডেনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে মূল উদ্দেশ্য কী তা আমি জানি না। আমার এটা সম্পর্কে কোনো ধারণা নেই।’

যারা ভিসানীতি প্রত্যাহার চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছেন, তারা তো সামাজিক প‌রিচ‌য়ে আওয়ামী লীগ- এমন প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, ‘তারা সত্যিই আওয়ামী লীগের সমর্থক নাকি নিজে নিজে আওয়ামী লীগ দাবি করেন? আওয়ামী লীগ সরকারে থাকায় ইদানিং বহু লোক; যারা আগে জামায়াত সমর্থন করতেন, যারা আগে বিরোধী দল করতেন, তারা এখন নিজেকে আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিয়ে বেড়ান।’

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে বৈঠক হয়েছে। তারা রোহিঙ্গা গণহত্যার বিচারে লজিস্টিক সাপোর্ট চেয়েছেন। আমরা বলেছি, সেটা দেবো। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রক্রিয়ায় প্রত্যাবাসন কোনো বাধা হবে না।

গত ২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বিরুদ্ধে মামলা করেন প্রবাসী বাংলাদেশি ড. রাব্বী আলম। এতে নতুন ভিসা নীতিকে অগণতান্ত্রিক উল্লেখ করে তাপ্রত্যাহারের দাবি জানানো হয়।

সর্বশেষ - রংপুর