মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বাদ আছর সুন্দরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা ওমর ফারুক বিন মকবুল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনের বড় ছেলে ও উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খন্দকার বাবলু মিয়া, ছেটো ছেলে ও গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার রায়হান মিয়া, হাফেজ আল আমিন প্রমূখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মৃত্যু বরণ করেন।
মোঃ মিজানুর রহমান