ওমর ফারুক লিমন-নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার শিবরাম স্মৃতি আদর্শ বিদ্যাপীঠ ❝মোদের গর্ব মোদের আশা,আ, মরি বাংলা ভাষা❞ এ শ্লোগানকে সামনে রেখে ২১শে ফেব্রুয়ারি “মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত করণ,জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বাজছিল অমর একুশের কালজয়ী গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, শিবরাম স্মৃতি আদর্শ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মোঃ আফছার আলী, সহঃ শিক্ষক মোঃ গোলজার রহমান, সহঃ শিক্ষক মোঃ মাইদুল ইসলাম। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফছার আলী দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন।
এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন। পরে ভাষা শহীদ ও দেশের মঙ্গল কামনার্থে দোয়া অনুষ্ঠিত হয়।