সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজলোয় ফসলি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রির অপরাধে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ মতিউর রহমান (৬৫) নামরে এক জনের ৩০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০২ মার্চ) দুপুরে উপজলোর সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ ধনিয়ার কুড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মতিউর রহমান একই গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
আদালত সূত্রে জানা যায় , মতিউর রহমান ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রি করে আসছেন। এতে জমির ক্ষতির পাশাপাশি প্রতিবেশির ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ তরিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। ঘটনার সত্যতা পাওয়ায় জমির মালিক মতিউর রহমানকে ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।