সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ শয্যা বিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব ভাটারপাড় (বামনডাঙ্গা- রংপুর) আঞ্চলিক সড়কের পাশে হাসপাতালটির উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ), ২৯ গাইবান্ধা- ১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।
এর আগে, আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন- পল্লীবন্ধু হুসেইন মোঃ এরশাদ স্যার সব সময় জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছেন। তারই স্মৃতি ধরে রাখতে এবং উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমার এ ২০ শয্যা বিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের যাত্রা শুরু হলো।
এ সেবা কার্যক্রম চালুর ফলে এখন থেকে সহজেই এই এলাকা ও আশপাশের মানুষ সহজেই স্বাস্থ্যসেবা পাবে এবং স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে বলে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। সেই সাথে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জ আসনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে পূনরায় এমপি হিসেবে উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও জনগণের সেবা করার সুযোগ প্রত্যয় ব্যক্ত করেন।
বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ রেজাউল হক রেজার সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবু প্রমুখ।
শেষে ফিতা কেটে পল্লীবন্ধু এরশাদ হাসপাতের উদ্বোধন করেন অতিথিগণ।