আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করেন থানা পুলিশ। এদের মধ্যে বিজ্ঞ আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার খামার ধুবনী গ্রামের আঃ গফুর সরকারের ছেলে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার আঃ জলিল সরকার (৬৭), ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী চরখোর্দ্দা গ্রামের সোহরাব মন্ডলের ছেলে আতাউর রহমান (৫২) ও বোয়ালী গ্রামের দছিজল মিয়ার ছেলে জহুরুল ইসলাম ওরফে ভুট্টু (৫০)।
এছাড়া, অন্যান্য মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে পাঁচগাছি শান্তিরাম গ্রামের সমসের আলীর ছেলে আঃ কাদের (৪৭), দক্ষিণ ধুমাইটারী গ্রামের নয়া মিয়ার ছেলে মমিনুল হক (৪২) ও পূর্ব রামজীবন গ্রামের আঃ মতিনের ছেলে মিজানুর রহমান (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সেরাজুল হক জানান, গ্রেপ্তারকৃত বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে।