মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও সাধারণ বিভাগের ২১-২২ শিক্ষা বর্ষের এইচ এস সি শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশ পত্রের নামে জোরপূর্বক ৫০ টাকা করে আদায় করা হয়েছে।
শুধু প্রবেশপত্র নয়! সাথে চলছে প্রশংসা পত্র এবং সার্টিফিকেটের নামে চলছে এক অভয়ারণ্য বাণিজ্য। টাকা না দিলে মিলছেনা সার্টিফিকেট ও প্রশংসাপত্র। করা হচ্ছে নানা রকমের হয়রানি।যা দেখার মতন কেউ নেই!তবে বাস্তব প্রশিক্ষণ ও হাতের মার্কের ভয়ে মুখ খুলছেনা শিক্ষার্থীরা ।
নাম প্রকাশে অনিচ্চুক ব্যাবসায় ব্যাবস্থপনা (বিএম) ডিপার্টমেন্টের একাধিক শিক্ষার্থীরা জানান, আমাদের কাছ থেকে জোর পুর্বক ৫০ টাকা করে নিয়েছে অফিস সহকারী আল-আমিন।অনেকের কাছে টাকা ছিলো না তারা অন্যদের কাছ থেকে ধার করে নিয়ে দিয়ে প্রবেশপত্র নিয়েছে।অনেকে আবার টাকা দিতে অনিচ্চাবোধ করলে তাদের বলেন ওরা দিতে পারলে তোমরা দিবানা ক্যানো?টাকা দাও এডমিট নাও।
নাম প্রকাশে অনিচ্চুক সাধারণ (জেনারেল) ডিপার্টমেন্টের একাধিক শিক্ষার্থীরা জানান, টাকার কথা আগে কেউ বলেনি প্রবেশপত্র নিতে গেলে শুনি ৫০ টাকা দিতে হয় তখন অফিস সহকারীদের জিজ্ঞাস করলে বলেন কলেজের প্রিন্টার নষ্ট তাই বাহির থেকে প্রিন্ট করানোর ৩০ টাকা আর আমাদের চা-নাস্তা খাওয়ানোর ২০ টাকা।
এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আল-আমিনের কাছে জানতে চাইলে, ঘটনার সত্যতা স্বীকার করে জানান টাকা শুধু আমি একা নিচ্ছি না জেনারেলের শিক্ষার্থীদের কাছ থাকেও নেওয়া হচ্ছে,আমারে আল্লারস্তে মাফ করে দেন আমি সবার টাকা ফেরত দিবো।
অন্য দিকে অভিযুক্ত অফিস সহকারী আসাদের কাছে জানতে চাইলে, ঘটনা অস্বীকার করে জানান আমি কারো কাছ থেকে টাকা নেইনি। আমি শিক্ষার্থীদের বলছি পিয়ন যারা আছে তোমরা তাদের কিছু টাকা দিও, তারা তোমাদের পরিক্ষার হলে সাহায্য করে।
এ বিষয় কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি জানান,প্রবেশ পত্রের নামের টাকা নেয়ার কোনো সুযোগ নেই।যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো তবে আমার কাছে কোনো শিক্ষার্থী অভিযোগ করে নি।