সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী যুব ও মানবসম্পদ বিভাগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাসূল (সা.) এর জীবন ও কর্ম নিয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কবি, সাহিত্যিক, গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকারের সভাপতিত্বে সিরাত সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ একরামুল হক, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ওমর সানী আকন্দ।
উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি সামিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বায়তুল মাল সম্পাদক ছাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ফেরদৌস সরকার, টিম সদস্য আমজাদ হোসেন, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি ফারুক মিয়া প্রমূখ।