ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী অনলাইন নিরাপত্তা ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা আরম্ভ হয়েছে। ‘স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়বো’ স্লোগানকে সামনে রেখে ইবি রোভার স্কাউট গ্রুপ তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে। শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ৩টায় গুগল মিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রথম দিনের কর্মশালা শেষ হয়েছে।
জানা যায়, তিন দিনব্যাপী এ কর্মশালা শুক্রবার (১৪ এপ্রিল) থেকে রবিবার (১৬ এপ্রিল) পর্যন্ত চলবে। কর্মশালায় ফেসবুক প্রোফাইল নিরাপত্তা, অন্যান্য সাইটে নিরাপত্তা ও বেসিক ইলাস্ট্রেটর বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হবে। আজ প্রথম দিনের প্রশিক্ষনে ফিসিং লিঙ্ক চিহ্নিতকরণ, ফেসবুক প্রোফাইলে ইমেইল ও ফোন নাম্বার ভেরিফিকেশন, আইডি হ্যাক হলে করণীয়, ফেইসবুক কর্তৃক প্রদত্ত তাৎক্ষণিক সেবা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ। এছাড়াও বর্তমান ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ সহ ইউনিট কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোভার ও গার্ল-ইন রোভাররা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অংশগ্রহন করা রত্না রাণী কুন্ডু বলেন, আজকের কর্মশালা চমৎকার হয়েছে। নতুন অনেক কিছু শিখলাম, বেশ ভালো লাগলো। জানার পরিধি একটু বিস্তৃত হলো। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে এতো সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।
এমন আয়োজনের কারণ জানতে চাইলে ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, ‘প্রতিনিয়ত আমরা নানাভাবে হ্যাকিংয়ের শিকার হচ্ছি অথবা নানারকম ম্যালওয়্যার আমাদের ফোন দখল করে নিচ্ছে। ফলশ্রুতিতে মোবাইল বা কম্পিউটারে থাকা তথ্য গুলো অন্যের হাতে চলে যাচ্ছে। এগুলো সম্পূর্ণ আমাদের অসচেতনতার জন্য হয়ে আসছে। মূলত এ থেকে উত্তরণের জন্যই আমাদের এই আয়োজন।