ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে প্রশাসন ভবনের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের এপিএ’র অংশ হিসাবে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপ-উপাচার্য ও এপিএ টিমের আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
কর্মশালায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসানের স্বাগত বক্তব্যে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবু আল বাশার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ জাকির হোসেন। উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস ও ফোকাল পয়েন্ট এপিএসহ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের বিভিন্ন ফোকাল ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।