সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Game
  2. Technology
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কাতার বিশ্বকাপ
  7. কুড়িগ্রাম
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকরি
  14. জাতীয়
  15. জীবনযাপন

ইবির চারুকলার ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৮২ শতাংশ!

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৭, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
ইবির চারুকলার ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৮২ শতাংশ!

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৫৯৯ জন আবেদনকারীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪৯২ জন। যা মোট আবেদনকারীর ৮২.১৪ শতাংশ। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন।

dbnew-s71

উল্লেখ্য, চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে ‘এ’ ইউনিটের জন্য ৯টি, ‘বি’ ইউনিটের জন্য ১৫টি ও ‘সি’ ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডিবিনিউজ৭১.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন dbnews71.bd@gmail.com ঠিকানায়।

সর্বশেষ - ক্যাম্পাস