রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠন ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্বাস চৌধুরী লিটনের পথিক পেয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
প্রতীক বরাদ্দের পর তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তার ঘোড়া মার্কার সমর্থনে প্রচারণা চালান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক ঘোড়া মার্কার প্রচারণায় অংশ নেন। জগন্নাথপুর সিলেটি বাসস্ট্যান্ডের আল ফারুক ম্যানশনে তাঁর নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, দেশ ও নাড়ীর টানে দেশের মাটিতে ছুটে আসি দেশের মানুষের সেবা করার জন্য। জনসেবাকে আমি ইবাদত বলে মনে করি, মানুষের জন্য কিছু একটা করে যেতে পারলেই নিজের মনে আত্মতৃপ্তি পাবো। জনগণের ভালবাসার কারণে আমি অনেক কঠিন সমস্যার মুখোমুখি হয়েও নতুন জীবন পেয়েছি। মানুষের ভালবাসা পেলে তাদের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।
তিনি আরো বলেন, আমার পূর্বপুরুষেরা মানুষের জন্য কাজ করে গেছেন। আমার মামা অধ্যাপক আবু খালেদ চৌধুরী ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের দুই দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান। তাদের ন্যায় আমিও মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতে চাই।
তিনি তার উন্নয়নের মার্কা ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্থরের ভোটারদের প্রতি অনুরোধ জানান। এসময় কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে তিনি তার নিজ এলাকা নয়াবন্দর বাজারে গণসংযোগ করেন।