স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টারদিকে বাংলাদেশ এসোসিয়েশন ফর সাসটেইনেবেল ডেভেলপমেন্ট বিএএসডি আয়োজনে পরিষদ চত্তরে তিনশত জন স্বনির্ভর দলের সদস্য ও বিএএসডির কর্মিদের মাঝে ফলজ গাছের চাঁরা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ। এসময় তিনি বলেন এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, ইউপি সদস্য তাপষ হালদার, ইউপি সদস্য জনাব বাবলু গাজী, সুব্রত সরদার সহ আরো অনেকে ফলজ গাছ নারিকেল,লেবু আম, পেয়ারা সহ বিভিন্ন গাছের চারা বিতরণ হয়, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিএএসডির ম্যানেজার পরিতোষ কুমার মৃধা ।