ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনা’র বটিয়াঘাটায় বেসরকারি সংস্থা লোকজ ও মৈত্রী কৃষক ফাউন্ডেশন’র আয়োজনে এবং মিজরিও- জার্মানির সহযোগীতায় দেশীয় বীজ বৈচিত্র্য সংগ্ৰহ, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বীজ মেলা গতকাল বিকাল ৩ টায় স্থানীয় বাদামতলা বাজারে মৈত্রী কৃষক ফাউন্ডেশন’র সভাপতি রবীন্দ্রনাথ সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান আলীগনেতা পল্লব কুমার বিশ্বাস রিটু, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমদাদুল হক।স্বাগত বক্তব্য রাখেন লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, নিরাপদ কৃষি আন্দোলনের সভাপতি মোঃ বাহারুল আলম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক পরাগ রায়, অধ্যাপক পঞ্চানন মন্ডল, বে-সরকারি সংস্থা উত্তরণের ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান কামাল, লোকজের প্রধান নির্বাহী মিলন কান্তি সরকার, আরুনী সরকার, লোকজের সমন্বয়কারী পলাশ কুমার কর্মকার, মৈত্রী কৃষক ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক বিভাষ মন্ডল, পার্থ মন্ডল, ইউপি সদস্যা লিপিকা রাণী জোয়াদ্দার, প্রমূখ ।
মেলায় দেশীয় বীজ বৈচিত্র্য সংগ্ৰহ সংরক্ষণে রাখা প্রায় ৬৩ টি স্টল অংশগ্রহণ করে । পরবর্তীতে অনুষ্ঠান শেষে বীজ মেলায় অংশগ্রহণকারী স্টলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।