ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটায় জলমা-কচুবুনিয়া যৌথ মালিকানাধীন মৎস্য লীজ ঘেরের একটি পরিত্যক্ত বাসায় মাদকের আড্ডা ভেঙ্গে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১১ টায় স্থানীয় জলমা-কচুবনিয়া এলাকায় । এলাকাবাসী জানায়, উপজেলার জলমা ইউনিয়নের জলমা-কচুবুনিয়া যৌথ মালিকানাধীন মৎস্য লীজ ঘেরের একটি পরিত্যক্ত বাসায় দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র মাদক সেবনের পাশাপাশি মাদক কেনা-বেচা করে আসছিল ।
এলাকাবাসী আরো জানায়, কচুবনিয়া গ্ৰামে বসবাসকৃত মোঃ আনিস, ছোট রায় ও রিপনের নেতৃত্বে ওই মাদক সেবন ও কেনা-বেচা চলে আসছিল । প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের ওই আড্ডা । বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় গ্ৰামবাসী ভীত সন্ত্রস্র হয়ে পড়ছে ।
এছাড়া উক্ত চক্রটির কারণে আশেপাশের মৎস্য ঘের ব্যবসায়ীরা রয়েছে হুমকির সম্মুখীন । স্থানীয় জনগণ তাদের নিষেধ করলেও তারা কোন প্রকার কর্ণপাত করেনি । তাই গতকাল শনিবার স্থানীয় প্রতিবাদী জনতা লীজ ঘেরের পরিত্যক্ত বাসার মাদকের আড্ডা ভেঙ্গে দিয়েছে । এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।